এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে লোহাগড়া উপজেলাধীন বাজার সংলগ্ন ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।