নিজস্ব প্রতিবেদক:১৪ নভেম্বর-২০২৩,বুধবার।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ¦ এ.এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আরেকটি মুক্তিযুদ্ধ ,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচন । স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধ । দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।
সংসদ সদস্য দুর্জয় আরো বলেন, আমেরিকার মদদে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত মিলে আবার আগুন সন্ত্রাস,বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে । আমেরিকার চক্রান্তে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত আবার দেশে অরাজকতা শুরু করেছে ।
আজ ১৪ নভেম্বও বুধবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী মানিকগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ভবনের কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন ও ঘিওর সরকারি কলেজের ৬ তলা এএম সায়েদুর রহমান বিজ্ঞান ভবনের উদ্বোধনের সময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ¦ এ.এম নাঈমুর রহমান দুর্জয় একথা গুলো বলেছেন।
ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপাধ্যক্ষ প্রফেসর আনিসুর রহমান, ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অব্দুল আলিম মিন্টু, সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই,জেলা যুবলীগ আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার প্রমূখ।
তিনি আরো বলেন, আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। একটি কুচক্রি মহল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র চালিয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংসদ সদস্য দূর্জয় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাঘাট ,ব্রিজ-কালভার্ট , স্কুল-কলেজের ভবন,যুব প্রশিক্ষণ কেন্দ্র শেখ রাসেল আইটি সেন্টার, পাটুরিয়া আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম,নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ,বøক, ঘরে ঘরে বিদ্যুত,আশ্রয়নে পাকা ঘর,মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা ভাতা,বিধবা ভাতা,মাতৃ কালীন ভাতা, বয়স্ক ভাতা,বিধবা ভাতা,স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের উপবুত্তিসহ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে ।
সংসদ সদস্য দূর্জয় আরো বলেন,শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয়,দেশের মানুষ ভাল থাকে,মানুষ শান্তিতে থাকে বাংলাদেশ ভাল থাকে । এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন ও ভোটাদের প্রতি আবারো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌকায় ভোট দিতে আহবান জানান। সংসদ সদস্য এ,এম নাঈমুর রহমান দূর্জয় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বিশ্ব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা ও দোয়া চান ।