পাবনা প্রতিনিধি:১১ জানুয়ারি-২০২৪,বৃহস্পতিবার।
পাবনা ফরিদপুর উপজেলায় হাতিম ফার্ণিচারের শো-kউদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা থানাপাড়া রোডে ব্রীজ সংলগ্ন“প্রথমা ফার্ণিচার” ডিলারশীপে হাতিম ফার্ণিচারের শো-রুমের ফিতা ও কেক কেটে উদ্ভোধন করেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন গোলাপ,পৌরসভার মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান, বর্ণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিতিথি বৃন্দ।