আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে পাবনা সুজানগর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে উপজেলা আ লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের বিজয় করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সাতবাড়িয়া ইউনিয়ন আ.লীগের আয়োজনে ও সাতবাড়িয়া ইউনিয়ন আ.লীগরে সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।
উপজেলার দশটি ইউনিনের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ৮টি ইউনিয়নের চেয়ারম্যান উঠান বৈঠকে উপস্থিত থেকে সমর্থক জানান ।
বক্তব্য বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ভূমিকা রাখবে, তাই সকলের মতামতের ভিত্তিতে আগামী উপজেলা নির্বাচনে উপজেলা সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সুজানগর পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম তৌফিকুল আলম পীযূষ, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, তাঁতীবন্ধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতি মিধা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুদ্দিন, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিরাজ। রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডঃ মজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বিপুল,ছাত্রনেতা কবির আহমেদ, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার আহমেদ, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সুজানগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রায়হান আলী মিলন সহ উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।