চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :১৩ ফেরুয়ারি-২০২৪,মঙ্গরবার।
নেত্রকোনার ঐতিহ্যবাহী পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী কুড়পার পুলিশ লাইন্স খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
পুলিশ লাইন্স স্কুলের উপদেষ্টা ও পুনাক সভানেত্রী শায়লা শারমিন ইলমি’র সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলি সাদিক প্রমুখ। অনুষ্ঠানে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম পিপিএমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।