মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রতিমা বিসর্জ্জনে কোন অঘটন ঘটবে না দুর্গো উৎসব যেন ভালো ভাবে উদযাপন করতে পারি —-উপদেষ্টা ডা. বিধান রঞ্জন ধর্ম ও উৎসব যার যার বাংলাদেশ সবার — বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২৩ আ’লীগ নেতার হারানো শটগান দুই মাস পর উদ্ধার মানিকগঞ্জে শারদীয় পুজা উদযাপনের নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা মানিকগঞ্জ প্রেসকাবের আহবায়ক কমিটি গঠিত জাহাঙ্গীর বিশ্বাস আহবায়ক, শাহানুর ইসলাম সদস্য সচিব অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে হত্যাকান্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে—সারজিস আলম রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান

সিরাজগঞ্জে  মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট আটক-৪

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৮ দেখা হয়েছে:
এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি :২৮ফেরুয়ারি-২০২৪
সিরাজগঞ্জের এনায়েতপুরে স্কুলে যাওয়ার পথে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারপিট করেছে বখাটেরা। এ ঘটনায় চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার মারপিটের শিকার বাবু মির্জা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি  মামলা দায়ের করেন।
 গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম এলাকার মৃত ইসমাইল ভুইয়ার ছেলে মো. আজিজুল হক হৃদয় (২০), গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে নাজমুল হোসেন রোকন ভুঁইয়া (২৫), খোকশাবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৭) ও গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে রাশেদ উদ্দিন ভুঁইয়া (৪২)।
জানাযায়, দৈনিক মানব জমিন পত্রিকার এনায়েতপুর প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলম বাবু মির্জার মেয়ে এনায়েতপুর  কেজির মোড়ে আইসিএল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়ার পথে আজিজুল হক হৃদয় তাকে প্রেম নিবেদনের মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি তার মেয়ে পরিবারকে জানালে অভিযুক্ত আজিজুল হক হৃদয়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন বাবু মির্জা। এতে আরও ক্ষিপ্ত হন বখাটে আজিজুল হক হ্নদয়। এ অবস্থায় মঙ্গলবার  স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল তার মেয়ে। কেজির মোড় এলাকায় পৌঁছলে আজিজুল হক হৃদয় তার হাত ও ওড়না ধরে টানাটানি শুরু করেন। খবর পেয়ে তাৎক্ষণিক বাবা বাবু মির্জা ঘটনাস্থলে যান এবং তার মেয়েকে উত্ত্যক্তের ব্যাপারে প্রতিবাদ করেন। এ সময় এজাহার নামীয় সাত আসামিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক বাবু মির্জার ওপর আক্রমণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪জনকে গ্রেপ্তার করে।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ৪ বখাটেকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।####

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102