নিজস্ব প্রতিবেদক:; ১৯মে-২০২৪,রবিবার।
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে মোট খসড়া ভোটার সংখ্যা-১ ল ৫৪ হাজার ৪৯১জন । পুরুষ ভোটার-৭৭ হাজার ৭৭১ জন, মহিলা ভোটার-৭৬ হাজার ৪৩০ জন । দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ২০২৪ ইং দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী লড়ছেন । উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লড়াইয়ে এগিয়ে পুড়ান এবং নতুন মুখ দ্বিমূখী লড়াই হওয়ার গুণজন শুনা যাচ্ছে ।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন । চেয়ারম্যান প্রার্থীরা হলেন,উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম রাজা প্রতীক (কাপপিরিচ), জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফরিদ আহমেদ প্রতীক ( মটরসাইকেল), উপজেলা কৃষকলীগের আহবায়ক বিশিষ্ট্য ব্যবসায়ী মো: কামরুজ্জামান নাঈম প্রতীক ( হেলিকপ্টার), সদ্য পদত্যাগ কারী চকমিরপুর ইউপি চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম শফিক প্রতীক ( দোয়াত কলম) , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আমিনুর রহমান প্রতীক ( ঘোড়া), জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: রাজিদুল ইসলাম প্রতীক ( আনারস) । ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম নাসির উদ্দিন আবুল প্রতীক ( টিয়া) , উপজেলা আওয়ামীলীগের সদস্য সামছুর রহমান শাহিন প্রতীক ( টিওবয়েল), ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মোমিন প্রতীক ( তালা)। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার প্রতীক ( প্রজাপ্রতি) সাবেক ভাইস-চেয়ারম্যান কুলছুম আরা প্রতীক ( হাঁস) , ফরিদা ইয়ামিন প্রতীক ( ফুটবল), আনোয়ারা সুলতানা প্রতীক ( ফ্যান ) দোলনা বেগম প্রতীক ( কলস) ।
এদিকে প্রার্থীরা ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন । উপজেলা সদর, গ্রাম-গঞ্জে,হাট বাজারে,রাস্তাঘাটে গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার,ফেস্টুন,পোস্টার শোভা পাচ্ছে । কাক ডাকা ভোর থেকে প্রার্থীরা রাতে ঘুম হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে । দিন যতো ঘুনিয়ে আসছে ভোটের হিসাব পাল্টে যাচ্ছে । এদিকে ইভিএম ইলেক্টরাল ভোটে এই প্রথম ভোট গ্রহন হবে তাই ভোটার উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে ।
।######