মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

দৌলতপুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রাথীর লড়াই হবে দ্বিমুখী

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৭৪ দেখা হয়েছে:

নিজস্ব প্রতিবেদক:; ১৯মে-২০২৪,রবিবার।

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে মোট খসড়া ভোটার সংখ্যা-১ ল ৫৪ হাজার ৪৯১জন । পুরুষ ভোটার-৭৭ হাজার ৭৭১ জন, মহিলা ভোটার-৭৬ হাজার ৪৩০ জন । দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ২০২৪ ইং দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী লড়ছেন । উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লড়াইয়ে এগিয়ে পুড়ান এবং নতুন মুখ দ্বিমূখী লড়াই হওয়ার গুণজন শুনা যাচ্ছে ।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন । চেয়ারম্যান প্রার্থীরা হলেন,উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম রাজা প্রতীক (কাপপিরিচ), জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফরিদ আহমেদ প্রতীক ( মটরসাইকেল), উপজেলা কৃষকলীগের আহবায়ক বিশিষ্ট্য ব্যবসায়ী মো: কামরুজ্জামান নাঈম প্রতীক ( হেলিকপ্টার), সদ্য পদত্যাগ কারী চকমিরপুর ইউপি চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম শফিক প্রতীক ( দোয়াত কলম) , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আমিনুর রহমান প্রতীক ( ঘোড়া), জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: রাজিদুল ইসলাম প্রতীক ( আনারস) । ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম নাসির উদ্দিন আবুল প্রতীক ( টিয়া) , উপজেলা আওয়ামীলীগের সদস্য সামছুর রহমান শাহিন প্রতীক ( টিওবয়েল), ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মোমিন প্রতীক ( তালা)। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার প্রতীক ( প্রজাপ্রতি) সাবেক ভাইস-চেয়ারম্যান কুলছুম আরা প্রতীক ( হাঁস) , ফরিদা ইয়ামিন প্রতীক ( ফুটবল), আনোয়ারা সুলতানা প্রতীক ( ফ্যান ) দোলনা বেগম প্রতীক ( কলস) ।

এদিকে প্রার্থীরা ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন । উপজেলা সদর, গ্রাম-গঞ্জে,হাট বাজারে,রাস্তাঘাটে গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার,ফেস্টুন,পোস্টার শোভা পাচ্ছে । কাক ডাকা ভোর থেকে প্রার্থীরা রাতে ঘুম হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে । দিন যতো ঘুনিয়ে আসছে ভোটের হিসাব পাল্টে যাচ্ছে । এদিকে ইভিএম ইলেক্টরাল ভোটে এই প্রথম ভোট গ্রহন হবে তাই ভোটার উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে ।

।######

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102