বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঘিওরে বৃদ্ধা লায়লার হত্যাকারী তার স্বামী: এসপি গত ১৫ বছর আন্দোলন সংগ্রামে খবর ছিলনা আওয়ামী এজেন্টরা এখন মাঠে নেমেছে— এস.এ জিন্নাহ কবির ঘিওরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় দুইজন গ্রেফতার তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মাঠ চসে বেড়াচ্ছে এস. এ জিন্নাহ কবির দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে একজনকে পিটিয়ে হত্যা দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে …… সুলতান সালাউদ্দিন টুকু সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪জনের মৃত্যুদণ্ড এবং ৮জনের যাবজ্জীবন যমুনা রেলসেতু দিয়ে দ্রুত গতিতে চলল পরীক্ষামুলক ট্রেন গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে দেখা যায়নি বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা মাঠে নেমেছে— এস. এ জিন্নাহ কবীর

সিরাজগঞ্জে সরকারী খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি  -হুমকির মুখে আবাদি ফসলী জমি

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯৭ দেখা হয়েছে:
এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি :২০ মে-২০২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের দুইটি মৌজার সরকারী খাস জমি থেকে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে  একটি  মাটি খেকো চক্র  দীর্ঘদিন যাবত রাতের অন্ধকারে  বেকো দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা ভাটায় বিক্রি করে আসছে। এতে আশেপাশের ফসলি জমিসহ বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এবিষয়ে এলাকার  ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করা লিখিত অভিযোগ সূত্রে ও  সরেজমিনে গিয়ে জানাযায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ব্রম্মগাছা বাজারের পূর্ব পাশে  চক মোহনবাড়ি ও  বাশুরিয়া  মৌজার মরা ইছামতি নদীর  সরকারী খাস জমি থেকে স্থানীয় ইউপি সদস্য আঃ রাজ্জাক এর নেতৃত্বে তার সহযোগী ওই এলাকার জামাই  শহিদ, বাগবাটী ইউনিয়নের সূবর্ণগাতী গ্রামের পলাশ ও পাশ্ববর্তী ধুনট উপজেলার বাবুল আক্তারসহ

একটি প্রভাবশালী মহল  দীর্ঘদিন যাবত রাতের অন্ধকারে  বেকো মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে ভাটায় বিক্রি করে আসছে। এতে  আশেপাশের  তিন ফসলি জমিসহ বাড়িঘর হুমকির মুখে পড়েছে। ওই চক্রের মুলহোতা রাজ্জাক মেম্বারসহ তার সহযোগীরা প্রভাবশালী  হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এবিষয়ে কেউ মুখ খুললে তাকে  বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতিসহ নানাভাবে হয়রানী করা হয়। এর প্রতিকার চেয়ে ওই এলাকার শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন ওই চক্রটি এতোটাই  বেপরোয়া তারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে জাল জালিয়াতির মাধ্যমে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ কাজ করে যাচ্ছে। এযেন দেখার কেউ নেই।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আঃ রাজ্জাক  বলেন, সকলকে ম্যানেজ করেই রাতের অন্ধকারে না দিবালোকেই  রেকর্ডকৃত জমি থেকে মাটি কাটা হচ্ছে।
ব্রম্মগাছা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, এব্যাপারে তাদেরকে একাধিকবার নিষেধ করা হলেও তারা কোন কথাই শোনেন না। তাই বাধ্য হয়ে বিষয়টি এ্যাসিল্যান্ড স্যারকে জানানো হয়েছে।  এবিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ বলেন, বিষয়টি আমি শুনেছি। একজন জনপ্রতিনিধি হয়ে এধরনের কাজ করছেন এটা অত্যন্ত দুঃখজনক। তাদেরকে নোটিশ করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে এবিষয়ে  ব্যবস্থা নেওয়া হবে। #####

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102