এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি :২০ মে-২০২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের দুইটি মৌজার সরকারী খাস জমি থেকে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একটি মাটি খেকো চক্র দীর্ঘদিন যাবত রাতের অন্ধকারে বেকো দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা ভাটায় বিক্রি করে আসছে। এতে আশেপাশের ফসলি জমিসহ বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এবিষয়ে এলাকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করা লিখিত অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানাযায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ব্রম্মগাছা বাজারের পূর্ব পাশে চক মোহনবাড়ি ও বাশুরিয়া মৌজার মরা ইছামতি নদীর সরকারী খাস জমি থেকে স্থানীয় ইউপি সদস্য আঃ রাজ্জাক এর নেতৃত্বে তার সহযোগী ওই এলাকার জামাই শহিদ, বাগবাটী ইউনিয়নের সূবর্ণগাতী গ্রামের পলাশ ও পাশ্ববর্তী ধুনট উপজেলার বাবুল আক্তারসহ
একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত রাতের অন্ধকারে বেকো মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে ভাটায় বিক্রি করে আসছে। এতে আশেপাশের তিন ফসলি জমিসহ বাড়িঘর হুমকির মুখে পড়েছে। ওই চক্রের মুলহোতা রাজ্জাক মেম্বারসহ তার সহযোগীরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এবিষয়ে কেউ মুখ খুললে তাকে বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতিসহ নানাভাবে হয়রানী করা হয়। এর প্রতিকার চেয়ে ওই এলাকার শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন ওই চক্রটি এতোটাই বেপরোয়া তারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে জাল জালিয়াতির মাধ্যমে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ কাজ করে যাচ্ছে। এযেন দেখার কেউ নেই।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আঃ রাজ্জাক বলেন, সকলকে ম্যানেজ করেই রাতের অন্ধকারে না দিবালোকেই রেকর্ডকৃত জমি থেকে মাটি কাটা হচ্ছে।
ব্রম্মগাছা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, এব্যাপারে তাদেরকে একাধিকবার নিষেধ করা হলেও তারা কোন কথাই শোনেন না। তাই বাধ্য হয়ে বিষয়টি এ্যাসিল্যান্ড স্যারকে জানানো হয়েছে। এবিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ বলেন, বিষয়টি আমি শুনেছি। একজন জনপ্রতিনিধি হয়ে এধরনের কাজ করছেন এটা অত্যন্ত দুঃখজনক। তাদেরকে নোটিশ করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। #####