নিজস্ব প্রতিবেদক::২২ মে-২০২৪,বুধবার।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার(২১ মে) অনুষ্ঠিত মানিকগঞ্জের দৌলতপুর,ঘিওর,শিবালয় উপজেলায় ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। স্ব স্ব উপজেলায় সহকারী রিটার্নিং অফিসাররা এদিন রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে এস.এম শফিকুল ইসলাম শফিক (দোয়াত কলম) প্রতীকে ২২ হাজার ৬১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ নরুল ইসলাম রাজা কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩৪১ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সামছুর রহমান শাহিন,মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন । সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন মঙ্গলবার রাতে বেসরকারি ৬১ টি ভোট কেন্দ্রেরর ফলাফল ঘোষণা করেন। মঙ্গলবার (২১মে) সকাল ৮ টা থেকে ইলেকট্রনিক ভোটিং মশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন।