এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি :
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর দ্বিতীয় ধাপের ভোট গ্রহন চলছে। দ্বিতীয় ধাপে
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ এই দুই উপজেলায় ভোট গ্রহন চলছে। (২১মে) মঙ্গলবার সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম। সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত এই এক ঘন্টায় উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ১০ নং বুধে এক ঘন্টায় একটি ভোট পড়েছে। সকাল নয়টা ১০ মিনিটে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখা যায়। ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা সরকারী আকবর আলী কলেজের প্রভাষক মোঃ আহসান কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোট গ্রহন শান্তিপূর্ণভাবেই চলছে তবে ভোটার উপস্থিতি কিছুটা কম। যার কারনে এরকম ভোট পড়েছে। উল্লেখ ওই ভোট কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৯২৬জন, বুধ রয়েছে ১৫ টি। ####