filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 95.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
মিজানুর রহমান ,নগরকান্দায় (ফরিদপুর) :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে বৃহস্পতিবার বিকালে নগরকান্দায় বিএনপি নেতা গনতন্ত্রের সিংহ পুরুষ মরহুম ওবায়দুর রহমানের বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,জাসাস এর সভাপতি জহিরউদ্দিন চুকদার সহ নগরকান্দা ও সালথার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করেন।