শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিজ জেলায় গান গেয়ে মাতিয়ে গেলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী কনকচাঁপা ঘিওরে বৃদ্ধা লায়লার হত্যাকারী তার স্বামী: এসপি গত ১৫ বছর আন্দোলন সংগ্রামে খবর ছিলনা আওয়ামী এজেন্টরা এখন মাঠে নেমেছে— এস.এ জিন্নাহ কবির ঘিওরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় দুইজন গ্রেফতার তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মাঠ চসে বেড়াচ্ছে এস. এ জিন্নাহ কবির দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে একজনকে পিটিয়ে হত্যা দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে …… সুলতান সালাউদ্দিন টুকু সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪জনের মৃত্যুদণ্ড এবং ৮জনের যাবজ্জীবন যমুনা রেলসেতু দিয়ে দ্রুত গতিতে চলল পরীক্ষামুলক ট্রেন

দৌলতপুরে অলৌকিক আগুন হঠাৎ জ¦লে উঠছে । পরিবারের আতংক

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮৭ দেখা হয়েছে:
oplus_2

নিজস্ব প্রতিবেদক: : ২৯ জুলাই-২০২৪,সোমবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে ঘরসহ কয়েকটি স্থানে অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় পরিবারের মাঝে আতংক উৎকন্ঠা শুরু হয়েছে ।

আজ ২৭ সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত দৌলতপুর উপজেলার খলসী গ্রামে অলৌকিক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ ,ঘোয়াল ঘরসহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয় । বাড়ির ও আশ পাশের ৩০/৪০ জন ঐ বাড়িতে বসে পাড়াহার ব্যবস্থা করেছে । অলৌকিক আগুন বন্দ থাকার পর হঠাৎ করে আবার দেখা কোন স্থানে আগুন জ¦লে উঠে । পড়ে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে । এই ১০/১২ টি স্তানে আগুন ধরে এই নিয়ে বাবুলের পরিবারের মাঝে আতংক উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে ।

ঐ বাড়ির ভুক্তভোগি বাবুল হোসেন হোসেন জানান,আমার বাড়িতে শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ,ঘোয়াল ঘর সহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ আগুন জ¦লে উঠে । পরিবার পরিজন নিয়ে ভয়ে আতংক উৎকন্ঠা মধ্যে আছি । আগুনের সংবাদ শুনে থানার ওসি(তদন্ত) এসে নিজে দেখে গেছে ।

স্থানীয় চেয়ারম্যান মো: জিয়াউর রহমান জিয়া জানান, খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ ,ঘোয়াল ঘরসহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয় । আগুন ধরে এই নিয়ে বাবুলের পরিবারের মাঝে আতংক উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে ।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি(তদন্ত) শেখ ফরিদ আহমেদ বিষটি নিশ্চিত করে বলেন, খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে শুক্রবার থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ সহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাতের ঘটনা ঘটে । আমি নিজে পরিদর্শন করে আগুনের ঘটনা দেখে এসেছি । অলৌকিক আগুন নেভানোর ক্ষমতা পুলিশের কিছুই করার নেই । বাড়ি লোকজন ও স্থানীয়দের সচেতন থাকার জন্য বলে এসেছি ।

জালাল উদ্দিন ভিকু
মানিকগঞ্জ ।
০১৭১৭১৮২৪৪৪

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102