নিজস্ব প্রতিবেদক: : ২৯ জুলাই-২০২৪,সোমবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে ঘরসহ কয়েকটি স্থানে অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় পরিবারের মাঝে আতংক উৎকন্ঠা শুরু হয়েছে ।
আজ ২৭ সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত দৌলতপুর উপজেলার খলসী গ্রামে অলৌকিক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ ,ঘোয়াল ঘরসহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয় । বাড়ির ও আশ পাশের ৩০/৪০ জন ঐ বাড়িতে বসে পাড়াহার ব্যবস্থা করেছে । অলৌকিক আগুন বন্দ থাকার পর হঠাৎ করে আবার দেখা কোন স্থানে আগুন জ¦লে উঠে । পড়ে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে । এই ১০/১২ টি স্তানে আগুন ধরে এই নিয়ে বাবুলের পরিবারের মাঝে আতংক উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে ।
ঐ বাড়ির ভুক্তভোগি বাবুল হোসেন হোসেন জানান,আমার বাড়িতে শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ,ঘোয়াল ঘর সহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ আগুন জ¦লে উঠে । পরিবার পরিজন নিয়ে ভয়ে আতংক উৎকন্ঠা মধ্যে আছি । আগুনের সংবাদ শুনে থানার ওসি(তদন্ত) এসে নিজে দেখে গেছে ।
স্থানীয় চেয়ারম্যান মো: জিয়াউর রহমান জিয়া জানান, খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ ,ঘোয়াল ঘরসহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয় । আগুন ধরে এই নিয়ে বাবুলের পরিবারের মাঝে আতংক উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে ।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি(তদন্ত) শেখ ফরিদ আহমেদ বিষটি নিশ্চিত করে বলেন, খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে শুক্রবার থেকে শনিবার ১২ টা পর্যন্ত থাকার ঘর,রান্না ঘর,খরের পালা , থাকার ঘরে কাঁতা বালিশ সহ,কয়েকটি স্থানে ৮/১০ বার অলৌকিক ভাবে হঠাৎ হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাতের ঘটনা ঘটে । আমি নিজে পরিদর্শন করে আগুনের ঘটনা দেখে এসেছি । অলৌকিক আগুন নেভানোর ক্ষমতা পুলিশের কিছুই করার নেই । বাড়ি লোকজন ও স্থানীয়দের সচেতন থাকার জন্য বলে এসেছি ।
জালাল উদ্দিন ভিকু
মানিকগঞ্জ ।
০১৭১৭১৮২৪৪৪