মানিকগঞ্জ প্রতিনিধি :
ভরবো মাছে মোদের দেশ,গড়বো র্স্ম্টা বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য দিবস পালিত হয়েছে।
আজ বুধবার ৩১ জুলাই দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে সড়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ^াস এর সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকতা মো: ফরিদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম শফিক , উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামছুর রহমান শাহিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহম্মেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রনজিৎ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: মমিনুর রহমান প্রমূখ।