মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

সোনালী আঁশ (পাট)সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১৮ দেখা হয়েছে:

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-১২ আগস্ট-২০২৪,সোমবার।

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি সোনালী আঁশ (পাট) মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় সোনালী আঁশ (পাট) কাটা,জাগ দেওয়া ও পাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে আনন্দের হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,গত বছরের তুলনায় এবার সময় মতো পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট কেটে তা নদী,নালা,খাল,বিল,ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে,নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।

বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ভালো পাটের মূ্ল্য তিন হাজার দুই শত টাকা মন ও নিন্ম মানের পাটের মুল্য দুই হাজার পাঁশ শত টাকা দরে বিক্রি হচ্ছে।ফলে ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ বাড়ছে। পাঁচুপুর ইউনিয়নের জয়সাড়া গ্রামের পাট চাষি ওহিদুর রহমান ও মধ্যবোয়ালিয়া গ্রামের চয়েন জানান, তিন বিঘা জমিতে পাট চাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না। আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় একহাজার ছয় শত হেক্টর লক্ষ মাত্রা নিদ্ধারণ করা হলেও এক হাজার পাঁচ শত পঞ্চাশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করছি। এ বছর অতিবৃষ্টির কারণে অগ্রিম(আগুর) পাট চাষ করায় বর্ষার পানিতে চাষ কৃত পাটগাছ পানিতে ডুবে নষ্টহয়। পরবর্তীতে পাট চাষ করায় পাট গাছ শক্তি শালি না হওয়ায় উৎপাদন কম হলেও বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজার মূল্য ভালো রয়েছে।#

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102