বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঘিওরে বৃদ্ধা লায়লার হত্যাকারী তার স্বামী: এসপি গত ১৫ বছর আন্দোলন সংগ্রামে খবর ছিলনা আওয়ামী এজেন্টরা এখন মাঠে নেমেছে— এস.এ জিন্নাহ কবির ঘিওরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় দুইজন গ্রেফতার তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মাঠ চসে বেড়াচ্ছে এস. এ জিন্নাহ কবির দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে একজনকে পিটিয়ে হত্যা দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে …… সুলতান সালাউদ্দিন টুকু সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪জনের মৃত্যুদণ্ড এবং ৮জনের যাবজ্জীবন যমুনা রেলসেতু দিয়ে দ্রুত গতিতে চলল পরীক্ষামুলক ট্রেন গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে দেখা যায়নি বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা মাঠে নেমেছে— এস. এ জিন্নাহ কবীর

সিরাজগঞ্জে দোকানের কর্মচারীর দায়ে ৪ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০৯ দেখা হয়েছে:
এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি:২৯ আগস্ট-২০২৪,বৃহস্পতিবার।
সিরাজগঞ্জে দোকানের কর্মচারীকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা  অনাদায়ে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর মহল্লার ২নং গলির সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদের ছেলে নাহিদ ও একই মহল্লার আলম শেখের ছেলে আব্দুল মমিন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত  করে বলেন, এই মামলায় অন্য আসামি উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের জুড়ান প্রামাণিকের ছেলে রিপনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০১৬ সালের ২৫ জুন সকাল ১০টার দিকে উল্লাপাড়ার বিভিন্ন দোকানে অর্ডারের মালামাল সরবরাহ ও বাকি টাকা সংগ্রহ করতে সিরাজগঞ্জ শহর হতে আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম উল্লাপাড়ায় যান। রাত পৌনে ১০টার দিকে আলাউদ্দিন স্টোরের মালিকের ছেলে রুহুল আমিনের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। এরপর শামীম কারো সঙ্গে আর যোগাযোগ করেনি। পরে আলাউদ্দিন স্টোর ও শামীমের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন রাত ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে শামীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমানিত হওয়ায়  বিজ্ঞ আদালত এ রায় দেন।#####

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102