মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রতিমা বিসর্জ্জনে কোন অঘটন ঘটবে না দুর্গো উৎসব যেন ভালো ভাবে উদযাপন করতে পারি —-উপদেষ্টা ডা. বিধান রঞ্জন ধর্ম ও উৎসব যার যার বাংলাদেশ সবার — বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২৩ আ’লীগ নেতার হারানো শটগান দুই মাস পর উদ্ধার মানিকগঞ্জে শারদীয় পুজা উদযাপনের নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা মানিকগঞ্জ প্রেসকাবের আহবায়ক কমিটি গঠিত জাহাঙ্গীর বিশ্বাস আহবায়ক, শাহানুর ইসলাম সদস্য সচিব অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে হত্যাকান্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে—সারজিস আলম রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান

নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণধোলাইয়ে ঘাতক নিহত,আহত ১

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ দেখা হয়েছে:
oppo_1024

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ০৬ সেপ্টেম্বর-২০২৪,শুক্রবার।
টাঙ্গাইলের নাগরপুরে মাদক নিয়ে দ¦›েদ্ব চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক মাদক সেবী। পড়ে জনতার গণধোলাইয়ে নিহত হয়েছে ওই ঘাতক। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে। বৃহৎপতিবার রাত পৌনে নয়টায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া পূর্বপাড়া (কাতার মার্কেট) নামক এলাকায় ঘটনাটি ঘটেছে । নিহতরা হচ্ছেন ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে আঃছাত্তার (৫০), মুকুল মিয়ার ছেলে আসাদুল(২৮) এবং বাসি মিয়ার ছেলে ঘাতক মোঃ তালেব (২৫)। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন ট্রিপল মার্ডারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ,হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়,ধুবড়িয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে মাদকাসক্ত আসাদুল স্থানীয় কাতার মাকের্ট এর সামনে একটি চায়ের দোকানে চা পান করছিল এ সময় একই গ্রামের বাসি মিয়ার ছেলে আরেক মাদকাসক্ত মোঃ তালেব ঘটনা স্থলে এসে আসাদুলের সাথে কথা কাঁটাকাটি হয়। এক পর্যায়ে তালেব ধারালো ছেনি দিয়ে আসাদুলকে উপুর্যপুরী কুপাতে থাকে। এ সময় আসাদুলের চাচা আঃ ছাত্তার বাধা দিলে তাকেও উপুর্যপুরী আঘাত করে। এ সময় প্রত্যক্ষ দর্শী আজমল মিয়া এগিয়ে এলে তাকেও মেরে আহত করে। স্থানীদের সহযোগিতায় স্বজনরা আঃ ছাত্তার,আসাদুল এবং আজমলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচা আঃ ছাত্তার ও ভাতিজা আসাদুলকে মৃত ঘোষনা করেন। আহত আজমলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে চাচা-ভাতিজার মৃত্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তালেব কে ঘটনা স্থলে একটা খুটির সাথে বেধে গণপিটুনি দিয়ে তাকেও হত্যা করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন মুঠো ফোনে জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত কারা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102