নিজস্ব প্রতিবেদক::০৬ সেপ্টেম্বন-২০২৪,শুক্রবার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশ বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজি,জমিদখল,ভয়ভীতি,হামলা,হুমকি -ধামকি কোন ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার ও আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ খির্স্টাণ সংখ্যালঘু সম্প্রদায়দের সবাইকে নিরাপত্তা দিতে হবে।
আজ শুক্রবার বিকাল ৬ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ^র ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে নিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐক্য ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঐক্য ও শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন,জেলা যুবদলের আহবায়ক যুব সম্রাট কাজী মোস্তাক হোসেন দিপু ।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড : আলেক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: লৎফর রহমান পিন্টুর সঞ্চালনায় ঐক্য ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা কৃষদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আলামিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এ্যাড : এ্যালিট প্রমূখ। ।