মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :১০ সেপ্টেম্বর-২০২৪,
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আ. সালাম সিদ্দিকী প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, যশাই ইউপির চেয়ারম্যান মো. আবু হোসেন খান, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।