মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রতিমা বিসর্জ্জনে কোন অঘটন ঘটবে না দুর্গো উৎসব যেন ভালো ভাবে উদযাপন করতে পারি —-উপদেষ্টা ডা. বিধান রঞ্জন ধর্ম ও উৎসব যার যার বাংলাদেশ সবার — বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২৩ আ’লীগ নেতার হারানো শটগান দুই মাস পর উদ্ধার মানিকগঞ্জে শারদীয় পুজা উদযাপনের নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা মানিকগঞ্জ প্রেসকাবের আহবায়ক কমিটি গঠিত জাহাঙ্গীর বিশ্বাস আহবায়ক, শাহানুর ইসলাম সদস্য সচিব অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে হত্যাকান্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে—সারজিস আলম রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান

বিদেশে পাঠানোর নামে টাকা আত্নসাৎ

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ দেখা হয়েছে:

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ–

– সৌদিতে পাঠানোর কথা বলে ছয় লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে প্রবাস ফেরৎ আত্রাই উপজেলার মাড়িয়া গ্রামের মৃত ছলিম শেখ এর পুত্র মোঃ- খায়রুল ইসলামের বিরুদ্ধে। বিবাদী মোঃ মোজাফ্ফর হোসেন পিতা মোঃ আলাউদ্দীন গ্রাম মাড়িয়া থানা আত্রাই জেলা নওগাঁ জানান, আমার নিকটতম আত্নীয় দুইজন লোক কে সৌদিতে নিয়ে যাওয়া এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ১নং বিবাদি খায়রুল ইসলাম শেখ প্রবাসে (সৌদিতে থাকা অবস্থায় তার দেওয়া লেনদেনর আইডি ৫৮২৩০৪২৫০০০০১২২৪ ইসলামী ব্যাংক এজন্ট ব্যাংকিং আত্রাই শাখায় ২৫—৪- ২০২৩ইং ২৯৯,০০০.০০(দুই লাখ নিরানব্বই) হাজার টাকা ও ২৬-৯-২৩ইং তারিখে লেনদেন আইডি ৫২২৩০৯২৬০০০০৮৪৭৭তে ১৯৯.০০০.০০ ( এক লাখ নিরানব্বই হাজার টাকা ফকিরাপুল জনতা ব্যাংক ঢাকা শাখা০১০০০২০৩৯৫৭৭আইডিতে ৮-৫-২৩ইং তারিখে১,০০,০০০( এক লাখ) টাকা প্রদান করা হয়। টাকা প্রাপ্তির পর থেকে আমার নিকটতম আত্নিয় দুজনকে পাঠাতে পারেন নাই। এবিষয়ে আমি ১নং বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে ১নং বিবাদী ২নং বিবাদী মোঃ মাসুদরানা ফৌজদার পিতা মৃত ফজলার রহমান ফৌজদার গ্রাম মাড়িয়া থানা আত্রাই,জেলা নওগাঁ মনিয়ারী ইউপি আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ নেতার প্রভাব দেখিয়ে টাকা ফেরৎ না দেওয়ার তালবাহনা,ভয়ভিতি ও প্রাণনাশের হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে সরকার পতনের পর আত্রাই সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দাখিল করি।দাখিলের পর সেনা বাহিনীর ক্যাম্প জেলা পর্যায়ে চলে যায়। আমি অদ্যবোদি টাকা ফেরত পাই নাই।
সরজমিনে গত ১5 সেপ্টম্বর রোজ রোববার বিকালে সাংবাদিকগন সংবাদ সংগ্রহের জন্য ১নং বিবাদীর বাড়িতে গেলে ১নং বিবাদী মোঃ খায়রুল ইসলাম শেখ সাংবাদিকের ক্যামেরার সামনে আসেন না বা অভিযোগ বিষয়ে কোন কথা বলতে রাজি নয় বলে জানান এবং সংবাদ সংগ্রহে সাংবাদিকের সাথে খারাপ আচরন ও গাল মন্দ করেন। বর্তমানে অভিযোগকারী জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। ভূক্তভোগী উর্দ্ধতন মহল ও আইন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।#

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102