মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রতিমা বিসর্জ্জনে কোন অঘটন ঘটবে না দুর্গো উৎসব যেন ভালো ভাবে উদযাপন করতে পারি —-উপদেষ্টা ডা. বিধান রঞ্জন ধর্ম ও উৎসব যার যার বাংলাদেশ সবার — বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২৩ আ’লীগ নেতার হারানো শটগান দুই মাস পর উদ্ধার মানিকগঞ্জে শারদীয় পুজা উদযাপনের নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা মানিকগঞ্জ প্রেসকাবের আহবায়ক কমিটি গঠিত জাহাঙ্গীর বিশ্বাস আহবায়ক, শাহানুর ইসলাম সদস্য সচিব অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে হত্যাকান্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে—সারজিস আলম রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান

টাঙ্গাইলে অধ্যরে বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ দেখা হয়েছে:

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:১৭ সেপ্টেম্বর-২০২৪,মঙ্গলবার্
টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র বিরুদ্ধে রাজনৈতিক পদ-পদবি ও মতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি-স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে ওইসব অভিযোগের প্রতিকারে অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবিতে টাঙ্গাইল প্রেসকাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক-শিার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের শিক মো. বজলুর রহমান বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) ও তার স্ত্রী রওশন আরা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাদের হাত ধরে অধ্য আনন্দ মোহন দে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের পদ বাগিয়ে নেন। তারপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন। এছাড়া গত ৪ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিার্থীদের ওপর হামলার পরিকল্পনাও করেন তিনি।
তিনি বলেন, অধ্যক্ষ আনন্দ মোহন দে চলতি বছরের শিক-কর্মচারীদের বেতন বোনাস ও টিএফ সহ মোট এক কোটি ৮২ লাখ ৮০ হাজার ৩৫৯ টাকা উত্তোলন দেখিয়ে ৪৩ লাখ ৪৬ হাজার ২২২ টাকা খরচ করেন। বাকি এক কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ১৩৭ টাকা অসামঞ্জস্য ব্যয় দেখান। তিনি পলাতক হওয়ার আগে বেতন ভাতার নামে ৮ লাখ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক একাউণ্ট থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। সংবাদ সম্মেলনে এ রকম ১৭টি সুনির্দিষ্ট অভিযোগে কয়েক কোটি টাকা আত্মসাৎ ও দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্য আনন্দ মোহন দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি হয়ে ভারতে পালিয়ে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিন সংবাদ সম্মেলনের আগে টাঙ্গাইল প্রেসকাবের সামনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক, অভিভাবক ও শিার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102