নিজস্ব প্রতিবেদক: ০৬ নভেম্বর-২০২৪,।
মানিকগঞ্জের শিবালয় থানাধীন বরংগাইল সাকিনস্থ রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানী, বাংলাদেশ এর ডিস্ট্রিবিউটর অফিস গোডাউনে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার ডাকাত দলের ১ জন গ্রেফতার । গ্রেফতারকৃত ডাকাত মোহাম্মদ আলী (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত ;আাছমত আলীর ছেলে ।
গত ৫ নভেম্বর বুধবার চট্রগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ তার নিকট থেকে উদ্ধার করে প্রায় ৩২ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট ।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার ওসি (তদন্ত)) মুজিবুর রহমান জানান,গত ২৯ অক্টোবর রাত অনুমান ০৩.৪০ ঘটিকার সময় শিবালয় উপজেলা মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের পাশের বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের লোকজনদের বেঁেধ রেখে গোডাউনে ডুকে খোলা দুটি পিকআপ যোগে সিগারেট ভর্তি কার্টুন গুলো লুটে নেয় । যার বাজার মুল্য প্রায় ৬৮ লাখ টাকা বলে অভিযোগে প্রকাশ করা হয়েছে ।
এবিষয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ(ওসি) এআরএম আল-মামুন জানান, পুলিশ সুপার মোঃ বশির আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) এর দিক নির্দেশনায়, সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মানিকগঞ্জ এর সহায়তায়, মোঃ ইমতিয়াজ মাহবুব , অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল, এবং অফিসার ইনচার্জ এ আর আল মামুন শিবালয় থানার এর সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, ইন্সপেক্টর ( তদন্ত) শিবালয় থানা, মানিকগঞ্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষন পূবক ও বিশ্বস্ত সোর্স নিয়োগ করে মোবাইল ট্র্যাকংিয়রে মাধ্যমে ডাকাতদলরে অবস্থান শনাক্ত করে এক জনকে গ্রফেতার করা সম্ভব হয়ছে।ে বাকদিরে আটক ও লুন্ঠতি মালামাল উদ্ধারে জোড় চষ্টো চলছ।ে