সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম সিরাজগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।বৃহস্পতিবার(৭ নভেম্বার) বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রোমানা মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, জেলা জামায়াত ইসলামীর আমির মোঃ শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিরাজগঞ্জের সভাপতি মুফতি মুহিবুল্লাহ, হেফাজত ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল জব্বার, জেলা সিপিবি’র সভাপতি কমরেড ইসমাইল হোসেন, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, জেলা হিন্দু, বৌদ্ধ, খিস্টান এক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র ভৌমিক প্রমুখ। সভায় বক্তারা সিরাজগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এসময় সিরাজগঞ্জের ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।####