এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ছাত্র হত্যা মামলার আসামী ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী’র ঘনিষ্ঠ সহচর শুভ তালুকদার চানুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে র্যাব-১২’র সদস্যরা বগুড়া সদর থানার কানজগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত শুভ তালুকদার চানু (৩৩) সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদনগর এলাকার মৃত ইসলামের ছেলে। র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খানকে এস.এস রোডের গালিনা ফার্নিচারের সামনে আটক চানুসহ দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে আটক চানু পলাতক ছিল। তিনি আরো জানান, আটক আসামীকে সদর থানায় হস্তান্তরপুর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ###