নিজস্ব প্রতিবেদক : ২৯ ডিসেম্বর-২০২৪,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবির এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,জ্যামিতি বক্র ,কলমসহ শিক্ষা উপকরন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর)দুপুরে দৌলতপুরের উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হয় ।
স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল মালেক বিএসসি এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আখলাকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন,কলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, বিশিষ্ট্য ব্যবসায়ী মো : সেলিম আহম্মেদ, বিশিষ্ট্য ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব,প্রভাষক লুৎফর রহমান,কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য মো: রাজিব হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: আনোয়ার মোল্যা,প্রাপ্তন শিক্ষক মোজাম্মেল হক,ছাত্র প্রতিনিধি মো: অসীম মিয়া প্রমূখ।
।