নিজস্ব প্রতিবেদক :-১১ জানুয়ারি-২০২৪,শনিবার।
মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলার বিরোধের জের ধরে দুই পক্ষের খেলোয়ারদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ধারালো অস্ত্র,রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রতিপক্ষের খেলোয়ারের পিতা ইউসুফ বেপারী (৫৭) নামের একজনকে নির্মম ভাবে হত্যা করেছে। নিহত ইউসুফ মান্দারতা গ্রামের পিয়ার আলীর ছেলে।
১০ জানুয়ারি শুক্রবার রাত ৮ টার দিকে দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলায় বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ইউসুফ বেপারীর ছেলে হাবিব জানান, শুক্রবার রাত ৮ টার দিকে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার ছোট ভাই সিরাজ বেপারী ও প্রতিপক্ষের দিদার, লিটন সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয় । সেই জের ধরে এলমেস, লিটন, দিদার তার ভাই ভাতিজা সহ আটদশজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীতে প্রবেশ করে আমার পিতাকে ঘর থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাথারী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে নির্মম আঘাত করে । আমার বাড়ির লোকজনের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আমার পিতাকে উদ্ধার করে প্রথমে ঘিওর হাসপাতাল পরে মুন্নু মেডিকেল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । আমার পিতাকে নির্মম ভাবে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই । এ নির্মম হত্যার ঘটনায় ফুসে উঠেছে এলাকা বাসী ।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, দৌলতপুরের মান্দারতা ব্যাডমিন্টন খেলা নিয়ে খেলোয়ারদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ইউসুফ বেপারী নামের একজন নিহত হয় । নিহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । ####