নিজস্ব প্রতিবেদক :১৩ জানুয়ারি-২০২৪,সোমবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের তৃণমুলে জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে । তারেক রহমান কর্তৃক ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় জনগনের গণতান্ত্রিক অধিকার পূন: প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন,অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা পূন:প্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা তুলে জনগনকে বুঝাতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠিী এখনোও ষড়যন্ত্র করছে নেতাকমীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে বলেন তিনি । আন্দোলনে ডাক দিলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়তে হবে । সামনে নিবাচনে বিএনপির জন্য বড় ধরনে যুদ্ধ সেই যুদ্ধে বিজয়ী হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আজ ১৩ জানুয়ারি সোমবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারনা ও লিফলেট বিতরনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন।
তিনি অরো বলেছেন, বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা এখনো ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছেন । গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করার পায়তারা শুরু করেছে । ছাত্র-জনতা ও বিএনপির আন্দোলনের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতাঅর্জন হয়েছে । এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। আমাদের ঐকবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে ভালবাসতে হলে, মানুষের কাছে যেতে হবে । তাদের ভালবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।
চরকাটারী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড: মাসুদুর রহমান মুকুল, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির ,সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন ,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আলামিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হুমায়ন আহম্মেদ এলিট সহ ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমূখ ।