নিজস্ব প্রতিবেদক :১৪ জানুয়ারি-২০২৫,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলায় বিরোধের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইউসুফ বেপারী হত্যা মামলায় এজাহারভূক্ত দুই আসামী মো: এলমেস শেক (৫০) তার স্ত্রী লাভলী বেগম (৩৯ কে গ্রেফতার করেছে র্যাবের সহযোগিতায় দৌলতপুর থানা পুলিশ। আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা গ্রামের মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগম।
র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত নয়টা ২০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেফতার করা হয়। তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য : শুক্রবার রাত ৮ টার দিে দৌলতপুর উপজেলার মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধে কথা কাটাকাটির জের ধরে প্রতিবেশী প্রতিপক্ষ ইউসুফ বেপারীকে পিটিয়ে হত্যা করে । এঘটনায় নিহত ইউসুফ বেপারীর ছেলে মো: হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় এলমেস, লাভলী বেগম সহ আটদশজন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে ।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, দৌলতপুরের মান্দারতা ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ইউসুফ নামের একজন নিহত হয় । পুলিশের সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইউসুফ হত্যা মামলায় এজাহার ভূক্ত দুইজনকে র্যাবের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে । বাকি আসামীদের গ্রেফতারের জোর চেস্টা চলছে । ####