শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিজ জেলায় গান গেয়ে মাতিয়ে গেলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী কনকচাঁপা ঘিওরে বৃদ্ধা লায়লার হত্যাকারী তার স্বামী: এসপি গত ১৫ বছর আন্দোলন সংগ্রামে খবর ছিলনা আওয়ামী এজেন্টরা এখন মাঠে নেমেছে— এস.এ জিন্নাহ কবির ঘিওরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় দুইজন গ্রেফতার তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মাঠ চসে বেড়াচ্ছে এস. এ জিন্নাহ কবির দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে একজনকে পিটিয়ে হত্যা দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে …… সুলতান সালাউদ্দিন টুকু সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪জনের মৃত্যুদণ্ড এবং ৮জনের যাবজ্জীবন যমুনা রেলসেতু দিয়ে দ্রুত গতিতে চলল পরীক্ষামুলক ট্রেন

ঘিওরে বৃদ্ধা লায়লার হত্যাকারী তার স্বামী: এসপি

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ দেখা হয়েছে:

 

নিজস্ব প্রতিবেদক :১৮ জানুয়ারি-২০২৫,শনিবার।
মানিকগঞ্জ ঘিওরে লায়লা আরজু হত্যার ২ দিনের মধ্যে হত্যা মামলার মূল রহস্য উদঘাটন  কাজের ভূয়ার সাথে পরকীয়া  জের ধরে স্ত্রীকে হত্যার দায়ে   হত্যাকারী  পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী নিহত লায়লার স্বামী সেকেন্দার আলী খান।

আজ বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন তার অফিসে প্রেস বিফ্রিং এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) উপস্থিত ছিলেন।

মামলার রহস্য যেভাবে উৎঘাটন : মামলা রুজু হওয়ার পর মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), এর সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিায় মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম মুকুল, ইন্সপেক্টর (তদন্ত), ঘিওর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিশ্বস্ত সোর্স নিয়োগ করে আসামী মোঃ সেকেন্দার আলী খান (৬৬)কে বানিয়াজুরি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানান, আসামীর স্ত্রী ডায়াবেটিস, হাই প্রেসার, থাইরয়েড ও ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু অপসারন হয়েছিল। ২০২২ সাল থেকে আসামীর স্ত্রী অসুস্থ ছিলো। আসামী সেকেন্দারের চর্মরোগ ছিল তাই আসামী ও তার স্ত্রী আলাদা রুমে থাকতো। স্ত্রীর এর সাথে আসামীর শারীরিক সম্পর্ক না থাকায় আসামী লায়লাকে আবার বিয়ে করবে বলে জানায়। কিন্তু লায়লা বিয়ে করতে বাধা দেয়। গত ১৪ জানুয়ারি রাতে খাওয়ার পর স্ত্রী লায়লার সাথে আসামী সেকেন্দারের সাথে পুনরায় বিয়ে করা নিয়ে ঝগড়া হয়। ১৫ জানুয়ারি সকাল ৫.৪৫ মিনিট ডিসিস্ট এর সাথে ঝগড়া হয় ঝগড়ার একপর্যায়ে স্ত্রী লায়লাকে কে আসামী সেকেন্দার ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। লায়লা ফ্লোরে পড়ে গেলে আসামী রান্না ঘর থেকে ফল কাটার ছুরি এনে স্ত্রীর গলায় ৩টি খোচা দেয়, রক্ত বের হতে লাগলে লায়লার ওড়না দিয়ে গলা পেচিয়ে আসামী সেকেন্দার বাড়ি হতে বের হয়ে বাজারের দিকে চলে যায়। আসামী বাজার থেকে সাড়ে ৮ টার দিকে এসে নিচ তলার সবাইকে ডেকে বলে লায়লা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে । আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মতে জবানবন্দী দেয় বলে জানায় পুলিশ।

।#####

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102