মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ২০ জানুয়ারি-২০২৫,রবিবার।
টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ জানুয়ারী) দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলার আয়োজন করা হয়। খেলায় এক’শ মিটার দৌড়, দুই’শ মিটার দৌড়, যেমন খুশি তেমন সাঁজো, পাতিল ভাঙ্গা, ফুটবল, মিউজিক্যাল বল, নৃত্যসহ অনেকগুলো আইটেম ছিলো। অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মুজিবুল আহসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বরুহা উত্তরপাড়া তরুণ তেজ ক্লাবের সাবেক সভাপতি মীর শহিদুল ইসলাম, ইউপি সদস্য মনিরুল ইসলাম, মোশারফ হোসেন তালুকদার লেবু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।