Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

দৌলতপুর ও শিবালয় বানভাসি মানুষের পাঁশে দাঁড়ালেণ ২০০৬ ব্যাচের ছাত্ররা

রিপোর্টার / ১৬ বার
আপডেট শনিবার, ৩ আগস্ট, ২০১৯

মানিকগঞ্জ প্রতিনিধি :০৩ আগস্ট-২০১৯,শনিবার।

আর্তমানবতার সেবায় মানিকগঞ্জের  দৌলতপুর ও শিবালয় উপজেলার চরাঞ্চলের  বানভাসি  দু:স্থ্য  মানুষে পাঁশে  ঈদকে সামনে রেখে  চাল,ডাল,তেল  সেমাই ,চিনি,চিড়া, মুড়ি নিয়ে  পাঁশে এসে দাঁড়ালেণ এস এস সি ২০০৬ ব্যাচের ছাত্ররা ।

শুক্রবার (০২ আগস্ট)  দিন ব্যাপী মানিকগঞ্জ জেলার এস এস সি ২০০৬ ব্যাচের  সকলের সহযোগিতায় ও উদ্যোগে   দৌলতপুর উপজেলার পাচুরিয়া,বাঘুলি, চরিডাংগা, বাচামার,চরকাটারী, এবং শিবালয় উপজেলার জাফরগঞ্জে অাশে পাশের এলাকার তিন শত পরিবার কে চাল,ডাল, সেমাই ,চিনি,চিড়া, মুড়ি ,তেল, বিতারন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ২০০৬ এর ব্যাচের আহবায়ক মো: সাইদুর রহমান,সরোয়ার হোসেন, অাসমা জান্নাত, নাজমুল হাসান, কামরুল হাসান ,এডিসন,নাসিম অাহমেদ,সুমনা সুমি,এবং রুনা সরকার  প্রমূখ ।

কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com