মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে :০৮ ডিসেম্বর,শনিবার ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে রির্টানিং অফিসারের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করে দ্বিতীয় দিনে টাঙ্গাইলের-৬ আসনে (দেলদুয়ার-নাগরপুর) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সহ মোট ৩ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন।
তারা হলেন- টাঙ্গাইল-৬ আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র ব্যারিস্টার এম আাশরাফুল ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ আবুল কাসেম ও ন্যাশনাল পিপলস পার্টির মামুনুর রহমান।
এর আগে গত শুক্রবার সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনের অস্থায়ী এজলাসে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিতিতে আপিল শুনানিতে তারা এ প্রার্থীতা ফিরে পান।
এছাড়াও একই দিনে টাঙ্গাইল-৭ থেকে খেলাফত মজলিসের সৈয়দ মজিবর রহমান, টাঙ্গাইল-৮ ইসলামি আন্দোলনের মোহাম্মদ আ. লতিফ মিয়া, টাঙ্গাইল-৩ ন্যাশনাল পিপলস পার্টি এস এম চান মিয়া নির্বাচনে অংশ গ্রহন করার সুযোগ পেয়েছেন।
এর আগে টাঙ্গাইলে ৮ টি আসন থেকে ৮৩ জন মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ
মোট ১৭ টি মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিলের মাধ্যমে গত শুক্রবার এই ৬ জন প্রার্থী তারা প্রার্থীতা ফিরে নির্বাচনের অংশ গ্রহন করার সুয়োগ পেয়েছেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি