মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে ঃ১১ ডিসেম্বর,মঙ্গলবার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পথসভায় কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষ প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি এম.এ হামিদ, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা বিএনপির প্রচার সম্পাদক এ.কে.এম মনিরুল হক (ভিপি মনির), জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমসহ ইউনিয়ন বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভায় মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির অস্তিত্ব রক্ষার নির্বাচন। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে ২৯ ডিসেম্বর সারা রাত ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে এবং ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করতে হবে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি