কামরুল হাসান খান মানিকগঞ্জ থেকে:১৬ ডিসেম্বর,রবিবার ।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে অনুপ্রানিত হয়ে উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আওলাদ হোসেন মোল্যা ও চরকাটারী ইউনিয়ন বিএনপি’র সহ- সভাপতি শাহজাহান মিয়া মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে ওই দুই নেতা প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আ’লীগে যোগ দেন।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক মো: আব্দুল কুদ্দুস,জেলা পরিষদ ও আ’লীগের সদস্য মাহাবুবুর রহমান জনি,সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির শাওন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম চৌধুরী রানাসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে দুর্জয় বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।এর ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।