টাঙ্গাইল প্রতিনিধি :২০ ডিসেম্বর,বৃহস্পতিবারটাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের সাবেক মেম্বার ও বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার বিকেলে গালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১নং সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তারা আওয়ামী লীগে যোগ দেন।
এসময় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছানোয়ার হোসেন এমপির হাতে ফুলের তৈরি নৌকা উপহার দেন যোগদানকৃত নেতা-কর্মী।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ কুমার প্রমুখ।
আওয়ামী লীগে যোগ দিয়ে নেতা-কর্মীরা বলেন, গত পাঁচ বছরে গালা ইউনিয়নে ছানোয়ার হোসেন এমপি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এই উন্নয়ন দেখেই আমরা আওয়ামী লীগে যোগদান করেছি।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভ