মুক্তার হাসান,টাংগাইল থেকে ঃ০৭ জানুয়ারী,সোমবার ।
টাংগাইলের নাগরপুরে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। রবিবার বিকালে উপজেলার স্বল্প আকুটিয়া কাউছার সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হচ্ছে এমদাদুল হক (৩০)। সে পাশ^বর্তী চৌহালী উপজেলার কুরকী গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিক্তিতে মাদক চোরাচালানের খবর পেয়ে নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার স্বল্প আকুটিয়া কাউছার সুপার মার্কেট এলাকা থেকে ৩ কেজি গাজাসহ এমদাদুল হক নামে এক যুবক কে আটক করে । তার বিরুদ্বে মাদক আইনে নাগরপুর থানায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি