কালের কাগজ ডেস্ক : ০৭জানুয়ারী,সোমবার ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইয়াবাসহ আলমগীর হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব-১২ সদস্যরা।
এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন দেলদুয়ার উপজেলার কুচতারা গ্রামের মৃত মহির উদ্দিন মিয়ার ছেলে।
সোমবার সন্ধ্যায় র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর হাসান আরাফাত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মেজর হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ এর র্যাব সদস্যরা আভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় উপজেলার কদিম ধল্যা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা একটি মোবাইল ফোন দুটি সিমকার্ড ও নগদ ২২০ টাকা উদ্ধার করা হয়।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি