নিজস্ব প্রতিবেদক ১০ জানুয়ারি,বৃহস্পতিবার ।
মানিকগঞ্জে হেরোইন বিক্রির দায়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম মাদক বিক্রেতা ওই যুবককে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। সাদ্দাম হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার বারইল গ্রামের পানু মিয়ার ছেলে।
মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইল এলাকা থেকে এক গ্রাম হেরোইনসহ সাদ্দামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম আটক সাদ্দাম হোসেনকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি