নিজস্ব প্রতিবেদক:১০ জানুয়ারি,বৃহস্পতিবার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্র্তন দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে আলোচনা সভা করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমূখ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি