কালের কাগজ ডেস্ক:১৬ জানুয়ারী,বুধবার।
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে খু্ব একটা অব্যবস্থা নেই। যতটুকু আছে তাও থাকবে না। শিগগির স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে।
মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার ১০০ দিনের কর্মসূচি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রতিটি বিভাগীয় শহরেই ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এক বছরের নিচে শিশু এবং ৬৫ বছরের ওপরে বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পরিকল্পনা করেছে সরকার।
বিভিন্ন হাসপাতালে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এ ছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে সারাদেশের জনগণ তাদের অসুবিধার কথা জানাতে পারবেন।
ওয়েবসাইটের মাধ্যমে কী চিকিৎসা নেয়া দরকার তা জানা যাবে। পুরো বিষয়টি মন্ত্রী, তার সচিব এবং মন্ত্রণালয় তদারকি করবে বলে জানান জাহেদ মালেক।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি