Logo
ব্রেকিং :
জলদস্যুদের  জিম্মিদশা থেকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত নাজমুলের বাবা মা  সিরাজগঞ্জে হিরোইনসহ  এক নারী কারবারী গ্রেফতার  কর্মকর্তাদের অবহেলা টাঙ্গাইলের ১৬ সরকারি অফিসে জাতীয় পতাকা ওড়েনা! নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু  সিরাজগঞ্জে জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্য মূর্তিসহ  গ্রেফতার  সিরাজগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে এনজিও খুলে টাকা পয়সা নিয়ে উধাও 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ভোলায় ট্রলি উল্টে গুরুতর আহত দুই শ্রমিকের মৃত্যু, আহত ১৫

রিপোর্টার / ১১৮ বার
আপডেট বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

কামরুজ্জামান শাহীন,  ভোলা প্রতিনিধি:০২ ফেরুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।
ভোলায় একটি ট্রলি উল্টে গুরুতর আহত ফখরুল (৩০) ও মহসিন (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১৩ শ্রমিক আহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরী ঘাট এলাকায় তাদের মৃত্যু হয়। এর আগে বুধবার সকালে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইাউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজী বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাংলাবাজার থেকে একটি ট্রলিতে করে ১৭ জন শ্রমিক বটতলা খাল এলাকায় একটি জাহাজ থেকে মালামাল খালাস করার জন্য রওয়ানা হন। পরে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইাউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজী বাড়ির সামনে সড়কে আসলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নীচে চাপা পড়ে ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ৭জনকে বরিশাল রেফার করেন। এরপর বরিশাল থেকে ৫জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেণে করেন। পরে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরী ঘাট এলাকায় রাতে ফখরুল ও মহসিন নামের দুই শ্রমিকের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com