Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার জলদস্যুদের  জিম্মিদশা থেকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত নাজমুলের বাবা মা  সিরাজগঞ্জে হিরোইনসহ  এক নারী কারবারী গ্রেফতার  কর্মকর্তাদের অবহেলা টাঙ্গাইলের ১৬ সরকারি অফিসে জাতীয় পতাকা ওড়েনা! নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সাটুরিয়ায় ১ গরুচোর সহ ৬ জন গ্রেফতার,   ৫ গরু উদ্ধার

রিপোর্টার / ১১৮ বার
আপডেট মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:০৯ মে-২০২৩,মঙ্গলবার।

মানিকঞ্জের সাটুরিয়া উপজেলার বরুন্ডি গ্রামে গরু চুরির ঘটনায় ৯ মে (মঙ্গলবার) ভোর রাত ৪ টার দিকে  আকবর আলী (৩৫), পিতা- মৃত তমিজ উদ্দিন নামের ১ চোরকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী ও চুরি যাওয়া ৫ টি গরু উদ্ধার করা হয়। গেফতারকৃত আকবর আলীর বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামে।

ইং ০৮/০৫/২৩ তারিখ দিবাগত রাতে এসআই মোক্তার সঙ্গীয় ফোর্স সহ সাটুরিয়া থানাধীন  বাড়বাড়িয়া চেকপোষ্ট ডিউটি করিতেছিলেন। এসময় সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক ইমাম মেহেদী  রাত্রীকালীন তদারকি ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত অনুমান  ০৪:১০(ইং ০৯/০৫/২৩) মিনিটের সময় বাড়বাড়িয় এলাকায় ডিউটি করা কালে পার্শ্ববর্তী বুরুনডি গ্রামে লোকজনের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় উপস্থিত লোকজন সাটুরিয়া থানা পুলিশকে জানাই যে ২ টি ট্রাকযোগে চোরেরা ছয়টি গরু চুরি করে নিয়ে যাচ্ছে। ডিউটিরত এসআই মুক্তার অফিসার কোর্সের সহায়তায় পাঁচটি গরুসহ দোতারা বুরুন্ডি এলাকা হতে একটি মিনি ট্রাক (রেজি: নং: ঢাকা মেট্রো-ন ১৫-৯৬-৭৪) এবং চোর আকবর আলীকে আটক করে। উদ্ধার হওয়া গরু ৫ টি মালিক মোহাম্মদ আবদুর রহিম (২৯) পিতা :আব্দুর রাজ্জাক গ্রাম: দোতারা বুরুন্ডি থানা :থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জকে বুঝিয়ে দেয়া হয়। ধৃত আকবর আলীকে জিজ্ঞাসাবাদে জানায় যে অপর একটি গাড়িতে একটি গাভী গরু বাচ্চা সহ অন্যান্য চোরেরা নিয়ে গেছে। গরুটি উদ্ধারে এবং ট্র্যাকটি আটক এ অভিযান অব্যাহত আছে। পলাতক চোরদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

এছাড়াও একই তারিখে সাটুরিয়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেফতকৃতরা হলেন ১। মোঃ এরশাদ, পিতা-নয়া মিয়া, সাং-ভাষিয়ালি কৃষ্টপুর, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ।
সাটুরিয়া থানার মামলা নং-০১(৩)১৮, ধারা-১৯৯০ সনের মাদক আইনের ১৯(১) এর ১(ক)।  সাজার পরিমান-২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের জেল। ২। কালিপদ মন্ডল(৫৭), পিতা-সিদ্ধেশ্বর মন্ডল, সাং-জালশুকা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ। সিআর মামলা নং-৩৭৮(সাটু)২, ধারা-ধারা-এন.আই. এ্যাক্ট-১৩৮। ৩। মো: আল আমিন, পিতা-লুৎফর রহমান, সাং-রাইল্ল্যা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ। সিআর মামলা নং-১৫৫(সাঃ)২৩, ধারা-এন.আই. এ্যাক্ট-১৩৮।  ৪। মোঃ আজাহার হোসেন, পিতা-হাফিজ উদ্দিন, সাং-হান্দুলিয়া, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ। কালিয়াকৈর থানার মামলা নং-২০(২)১১, ধারা-বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি। ৫। আব্দুর রউফ, পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-সাহেবপাড়া, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ এবং ৬। মোঃ বাতেন মিয়া (৩৮), পিতা-মো ওরফে আন্নেছ আলী, সাং-ছনকা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com