Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার জলদস্যুদের  জিম্মিদশা থেকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত নাজমুলের বাবা মা  সিরাজগঞ্জে হিরোইনসহ  এক নারী কারবারী গ্রেফতার  কর্মকর্তাদের অবহেলা টাঙ্গাইলের ১৬ সরকারি অফিসে জাতীয় পতাকা ওড়েনা! নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুর রেলস্টেশনে আরও একটি  প্ল্যাটফরম করা হবে- রেলওয়ে ডিজি 

রিপোর্টার / ৬৩ বার
আপডেট শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:০৭ জানুয়ারি-২০২৩,শনিবার।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি ) কামরুল আহসান  বলেছেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফরম অত্যন্ত সরু। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। স্টেশনে  তৃতীয় ও চতুর্থ লুপ লাইনের কাজ শুরু হবে চলতি মাসেই। এ দুটি রেললাইনের কাজ শেষ হলেই এখানে আরেকটি প্ল্যাটফরম নির্মাণ করা হবে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭ টায়  নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিজি আরও বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েই সৈয়দপুরে পরিদর্শনে এসেছি। আমি নীলসাগর ট্রেনে আসন সংকট সম্পর্কে জেনেছি। ইতোমধ্যে রেলওয়ে অনেকগুলো কোচ আমদানি করা হয়েছে। চাহিদা অনুযায়ী চিলাহাটি-ঢাকা রুটে দিনের বেলা আরেকটি নীলসাগর ট্রেন চালু করা হবে। এছাড়া বর্তমান নীলসাগর ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। দেশে মিটারগেজ (ছোটলাইন) তুলে দিয়ে শুধু ব্রডগেজ (বড় লাইন) যোগাযোগ ব্যবস্থা চালু করা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে রেলসেবা আরও গতিশীল হবে।
কামরুল আহসান স্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন তাঁকে স্বাগত জানান।  তিনি সৈয়দপুর স্টেশন ঘুরে দেখেন ও স্টেশন স্টাফদের সাথে মত বিনিময় করেন। এসময় মন্ত্রীর সাথে ছিলেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা প্রমূখ।
এর আগে বিকেলে রেলওয়ে ডিজি কামরুল আহসান দেশের রেলওয়ে জেলা স্কাউটস কার্যালয় পরিদর্শণ করেন। এছাড়া দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানায় বিভাগীয় তত্ত্বাবধায়ক কনফারেন্স রুমে রেলওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। (


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com