Logo
ব্রেকিং :
টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকান্ড পাল্টাপাল্টি অভিযোগ! অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুরে তামাকমুক্ত দিবস পালন ও সংশোধনী পাশের দাবিতে মানববন্ধন

রিপোর্টার / ১০৪ বার
আপডেট বুধবার, ৩১ মে, ২০২৩

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:৩১ মে-২০২৩,বুধবার।
নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১মে) সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
এছাড়া দিবসটি উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের উদ্যোগ গ্রহণের দাবিতে মানবন্ধন ও র‍্যালী করেছে একটি বেসরকারী সংস্থা পরিচালিত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রাটি সৈয়দপুর উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সৈয়দপুের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন।
এছাড়াও ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের উদ্যোগ গ্রহণের দাবিতে কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বেসরকারি সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি করা হয়েছে।
একইদিন সকাল ১০ টায় ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংস্থাটির কাপ-আপ প্রকল্পের আওতায় শিখন কেন্দ্র “স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি”র শিক্ষক-শিক্ষার্থী ও প্রকল্পের কর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে জানানো হয়, বাংলাদেশে ৩১ শতাংশ বন উজাড়ের জন্য দায়ী তামাক চাষ। গত ২০২১-২০২২ অর্থবছরে দেশে ১ লাখ ৩৮৪ একরের বেশি জমিতে ৯২ হাজার ৩২৬ মেট্টিক টন তামাক উৎপাদন হয়েছে।
তামাকজাত পণ্য বিড়ি, সিগারেট, জর্দা, গুল ও হুক্কা ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানি হয়। তামাকজাত পণ্যে কর বাড়ালে তামাকের ব্যবহার কমবে, সরকারের রাজস্ব বাড়বে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন, কালচারাল ইনস্ট্রাক্টর অলিরাজ রেজা, সুপারভাইজার আকাইদ মোল্লা, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, শিরিন আক্তার ও রুমা প্রমুখ।
মানববন্ধন শেষে দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের বিমানবন্দর সড়কে একটি র‌্যালি হয়। পরে  ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধি দল নীলফামারী জেলা প্রশাসকের নিকট তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিষয়ক একটি স্মারকলিপি প্রদান করেন। (ছবি আছে)


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com