Logo
ব্রেকিং :
নবাবগঞ্জে খুনের ঘটনা, ৫ ঘন্টায় খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ  রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা  সিরাজগঞ্জে ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন  সিরাজগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিম রেজা নূর দিপু সিরাজগঞ্জে সাত বছর পর শিশু ধর্ষণ ও হত্যার রহস্য উদঘাটন  গ্রেফতার -২ সাবেক এমপি’র ছবি অবমাননায় নিন্দা জানিয়েছে নাগরপুর উপজেলা আ.লীগ সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার  পলাতক আসামী গ্রেফতার ঘাটাইলে কিশোরীকে ২২ দিন আটকে রেখে যৌন নিগ্রহের অভিযোগ পুলিশ মামলা না নেওয়ায় আদালতে বিচার দাবি টাঙ্গাইলে জলাশয় ভরাটের প্রতিবাদে মানববন্ধন নাগরপুরে বসত করে আগুন দেওয়ার অভিযোগ 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

আদমদীঘিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রিপোর্টার / ৯৮ বার
আপডেট মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

সজীব হাসান,  আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ ০৭ মার্চ-২০২৩,মঙ্গলবার।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে নয় ঘটিকার সময় উপজেলা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। আজ (৭ মার্চ) মঙ্গলবার বেলা সাড়ে নয় ঘটিকার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে দুই পর্বে বিভক্ত কর্মসূচির মধ্যে প্রথমে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর বঙ্গবন্ধু তাঁর পরিবার, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা  হয়। দ্বিতীয় পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মন্জু আরা বেগম, অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, আদমদীঘি দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী। উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-কর্মচারী, ছাত্র ছাত্রীবৃন্দ, সাংবাদিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ভাষণ, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্ম বোধক গানসহ বিভিন্ন শাখার প্রতিযোগিদের মধ্যে থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পরিশেষে একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com