Logo
ব্রেকিং :
নাগরপুরে রাজিবের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন মানুষের পাকা রাস্তার চাহিদা বেড়েছে,কাঁচা রাস্তায় মানুষ চলতে চায়না -রাণীশংকৈলে এমপি হাফিজ  গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকান্ড পাল্টাপাল্টি অভিযোগ! অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সাটুরিয়ায় ১ গরুচোর সহ ৬ জন গ্রেফতার,   ৫ গরু উদ্ধার

রিপোর্টার / ১১৬ বার
আপডেট মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:০৯ মে-২০২৩,মঙ্গলবার।

মানিকঞ্জের সাটুরিয়া উপজেলার বরুন্ডি গ্রামে গরু চুরির ঘটনায় ৯ মে (মঙ্গলবার) ভোর রাত ৪ টার দিকে  আকবর আলী (৩৫), পিতা- মৃত তমিজ উদ্দিন নামের ১ চোরকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী ও চুরি যাওয়া ৫ টি গরু উদ্ধার করা হয়। গেফতারকৃত আকবর আলীর বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামে।

ইং ০৮/০৫/২৩ তারিখ দিবাগত রাতে এসআই মোক্তার সঙ্গীয় ফোর্স সহ সাটুরিয়া থানাধীন  বাড়বাড়িয়া চেকপোষ্ট ডিউটি করিতেছিলেন। এসময় সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক ইমাম মেহেদী  রাত্রীকালীন তদারকি ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত অনুমান  ০৪:১০(ইং ০৯/০৫/২৩) মিনিটের সময় বাড়বাড়িয় এলাকায় ডিউটি করা কালে পার্শ্ববর্তী বুরুনডি গ্রামে লোকজনের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় উপস্থিত লোকজন সাটুরিয়া থানা পুলিশকে জানাই যে ২ টি ট্রাকযোগে চোরেরা ছয়টি গরু চুরি করে নিয়ে যাচ্ছে। ডিউটিরত এসআই মুক্তার অফিসার কোর্সের সহায়তায় পাঁচটি গরুসহ দোতারা বুরুন্ডি এলাকা হতে একটি মিনি ট্রাক (রেজি: নং: ঢাকা মেট্রো-ন ১৫-৯৬-৭৪) এবং চোর আকবর আলীকে আটক করে। উদ্ধার হওয়া গরু ৫ টি মালিক মোহাম্মদ আবদুর রহিম (২৯) পিতা :আব্দুর রাজ্জাক গ্রাম: দোতারা বুরুন্ডি থানা :থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জকে বুঝিয়ে দেয়া হয়। ধৃত আকবর আলীকে জিজ্ঞাসাবাদে জানায় যে অপর একটি গাড়িতে একটি গাভী গরু বাচ্চা সহ অন্যান্য চোরেরা নিয়ে গেছে। গরুটি উদ্ধারে এবং ট্র্যাকটি আটক এ অভিযান অব্যাহত আছে। পলাতক চোরদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

এছাড়াও একই তারিখে সাটুরিয়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেফতকৃতরা হলেন ১। মোঃ এরশাদ, পিতা-নয়া মিয়া, সাং-ভাষিয়ালি কৃষ্টপুর, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ।
সাটুরিয়া থানার মামলা নং-০১(৩)১৮, ধারা-১৯৯০ সনের মাদক আইনের ১৯(১) এর ১(ক)।  সাজার পরিমান-২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের জেল। ২। কালিপদ মন্ডল(৫৭), পিতা-সিদ্ধেশ্বর মন্ডল, সাং-জালশুকা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ। সিআর মামলা নং-৩৭৮(সাটু)২, ধারা-ধারা-এন.আই. এ্যাক্ট-১৩৮। ৩। মো: আল আমিন, পিতা-লুৎফর রহমান, সাং-রাইল্ল্যা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ। সিআর মামলা নং-১৫৫(সাঃ)২৩, ধারা-এন.আই. এ্যাক্ট-১৩৮।  ৪। মোঃ আজাহার হোসেন, পিতা-হাফিজ উদ্দিন, সাং-হান্দুলিয়া, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ। কালিয়াকৈর থানার মামলা নং-২০(২)১১, ধারা-বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি। ৫। আব্দুর রউফ, পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-সাহেবপাড়া, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ এবং ৬। মোঃ বাতেন মিয়া (৩৮), পিতা-মো ওরফে আন্নেছ আলী, সাং-ছনকা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com