রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

সান্তাহারে গাঁজা ও  হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ দেখা হয়েছে:

সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ১৮ জানুয়ারি-২০২৩,বুধবার।

  বগুড়া জেলার আদমদীঘি উপজেলার  সান্তাহার পৌরসভার অধিনস্ত তিন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকার হঠাৎপাড়া মহল্লায় গতকাল সন্ধ্যায়  মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও হেরোইনসহ জাম্বু নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেফতারকৃত জাম্বুর বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা  হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গতকাল সন্ধ্যা ছয় ঘটিকার সময় নতুন বাজার এলাকার হঠাৎপাড়া মহল্লায় মাদকদ্রব্য কেনা-বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য আমি ও আমার সঙ্গীয় ফোর্স সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম এবং আজিমুল হক সহ উল্লেখিত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় উক্ত আসামি জাম্বুকে আটক করা হয়। আটকের পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা কালো রঙের ব্যাগের ভেতর থেকে ২৫০ গ্রাম গাঁজা ও প্যান্টের পকেটে সাদা রঙের পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো একটি প্যাকেট থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃত জাম্বুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান আছে এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামি হাফিজুল ইসলাম জাম্বু (৪০) সান্তাহার পৌরসভার অধিনস্ত তিন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকার হঠাৎ পাড়া মহল্লার রুহুল আমিনের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান ও পরোয়ানা ভুক্ত আসামি জাম্বুর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102