রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

সিংগাইরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু

মুহ. মিজানুর রহমান বাদল
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬৯ দেখা হয়েছে:

মুহ. মিজানুর রহমান বাদল, স্টাফরিপোর্টার:১৩ জুলাই-২০২৩,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর জামশা বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আরিফুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরসাড়ে ১২ টার দিকে ওই বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।এতে বিদ্যালয়ের সভাপতি,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো.গোলাম মোস্তফার সভাপতিত্বে। কোঅপ্ট সদস্য মো.কহিনুর রহমানের সঞ্চালনায় উপজেলার নির্বাহী অফিসার দিপন দেবনাথ ঘটনার সত্যতা পেয়ে তার বক্তব্যে বলেন,কোন ব্যক্তির কাছেএকটি প্রতিষ্ঠান জিম্মি হতেপারেনা। যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান তাই ম্যানেজিংকমিটির সভাপতি প্রধান শিক্ষককে শোকজ করতে পারে। পরবর্তী সন্তোস জনক জবাব পাওয়া না গেলে বরখাস্ত করতে পারবেন। এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, নারায়নগঞ্জের সোনারগাঁও হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল লতিফ, জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজামান,সিনিয়র সহকারি শিক্ষক হাকিম আলী মোল্লা, সহকারি শিক্ষক সাইদুর রহমান। স্থানীয় গন্যমান্যদের মধ্যে বক্তব্য দেন,মুনছেরআলী,আব্দুস ছামাদ,সজীব আহাম্মেদ,শাহীনুর রহমান, খোরশেদ আলম, কোহিনুরইসলাম, মহিদুর রহমান,গাজী উলহাসান, নোয়াব আলী ছাড়াও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাদের,সাখাওয়াত হোসেন,মবজেল হোসেন, সুরুজ মিয়া, টিরআর শিক্ষক মবজেল হোসেন, মাসুম বাদশাহ ও মো.রকিবুল হাসান বিশ্বাসপ্রমুখ। এ তদন্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকউপস্থিত ছিলেন। উল্লেখ গত ১৭ মে বিভিন্ন জাতীয় দৈনিকে বসির উদ্দিন ফাউন্ড্রেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুনীতিপ্রতিবেদন প্রকাশিত হয়। এতেই প্রশাসনের টনকনড়ে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102