Logo
ব্রেকিং :
নাগরপুরে রাজিবের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন মানুষের পাকা রাস্তার চাহিদা বেড়েছে,কাঁচা রাস্তায় মানুষ চলতে চায়না -রাণীশংকৈলে এমপি হাফিজ  গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকান্ড পাল্টাপাল্টি অভিযোগ! অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা

রিপোর্টার / ৮৭ বার
আপডেট বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:১৫ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।

মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  এ্যাড:  গোলাম মহীউদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী বজলুল হক খান রিপন। ৭টি সাধারণ আসনে সদস্য পদে মনেনয়ন জমা দিয়েছেন ২৩ জন। ১নং আসন- দৌলতপুর উপজেলায় এম মাইনুল ইসলাম, সফিকুল ইসলাম, ফরিদ আহাম্মেদ ও আমিনুর রহমান, ২নং আসন-ঘিওর উপজেলায় মাহবুবুর রহমান জনি, অ্যাডভোকেট রওশন আলম ও খন্দকার আব্দুল মতিন, ৩নং আসন-শিবালয় উপজেলায় আব্দুল কুদ্দুস ও ফারুক খান, ৪নং আসন- সাটুরিয়া উপজেলায় আমজাদ হোসেন লাল মিয়া, রাজ্জাক হোসাইন রাজ ও আলিয়ার হোসেন, ৫নং আসন-মানিকগঞ্জ সদর উপজেলায় শামীম মিয়া ও আবুল বাশার, ৬নং আসন-হরিরামপুর উপজেলায় হায়দায় আলী তারেক, দেওয়ান আব্দুর রউফ, বিল্লাল হোসেন ও কাউছার হোসেন, ৭নং আসন-সিংগাইর উপজেলায় আব্দুল আলীম, লুৎফর রহমান, মীর কায়ছার আহাম্মেদ, তমিজ উদ্দিন ও জাহিদ খান, সংরক্ষিত-১ আসন-ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় নাজমা আক্তার, জ্যোৎস্না শিকদার, কাজী ফরিদা ইয়াসমিন ও উম্মে সালমা খানম, সংরক্ষিত-২ আসন-মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় রেশমী বেগম, নার্গিস আক্তার, শাহীন আফরোজ, মমতাজ আক্তার, রোজিনা আক্তার রীমা ও আঁখি আক্তার, সংরক্ষিত-৩ আসন-হরিরামপুর, সিংগাইর ও মানিকগঞ্জ সদর উপজেলার একাংশে মনোনয়ন জমা দিয়েছেন শামীমা আক্তার চায়না, এফ এম রিপন আক্তার ফজলু, সালেহা জাহান ও শোভা রহমান।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন, তারা দুজনই জমা দিয়েছেন। সাধারণ আসনে ২৮জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ২৩জন জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত তিনটি আসনে ১৪জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন। তাদের সবাই জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিনধার্য্য রয়েছে। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৫টি ইউনিয়ন পরিষদ, ৭টি উপজেলা পরিষদ ও ২টি পৌরসভার নির্বাচিত ৮৮৯জন জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান, ৭টি সাধারণ আসনে ৭জন সদস্য ও ৩টি সংরক্ষিত আসনে ৩জন সদস্য নির্বাচিত করবেন।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com