Logo
ব্রেকিং :
অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধির অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ইয়াবা কিনতে পাবনা থেকে ঢাকায় ৫শ পিস ইয়াবাসহ উত্তরায় এক কিশোর গ্রেফতার

রিপোর্টার / ১৭৫ বার
আপডেট শুক্রবার, ২২ জুলাই, ২০২২

নাহিদা আক্তার পপি,বিশেষ প্রতিনিধি :২২ জুলাই-২০২২,শুক্রবার।
রাজধানীর উত্তরায় ৫শ পিস ইয়াবা ট্যাবলেরসহ এক কিশোরকে গ্রেফতার করেছে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম শাকিব (১৭)। সে পেশায় একজন টাইলস মিস্ত্রি বলে জানা গেছে। গ্রেফতারকৃত শাকিব পাবনা জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের মৃত বাকি প্রামাণিকের পুত্র । আজ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত কটেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরার আব্দুল্লাহপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লাবিবা কাউন্টারের সামনের চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ কিশোর শাকিবকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলের উদ্ধার মূলে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃত কিশোর শাকিব এই ইয়াবা কিনতেই পাবনা থেকে ঢাকায় আসে। কেনাশেষে সে লোক মারফতে ইয়াবা ক্রয় করে আবার পাবনা ফেরার পথে তাকে ৫০০শ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতার শাকিব মূলত একজন টাইলস মিস্ত্রি। পাবনায় সে টাইলস মিস্ত্রির কাজ করে। সেখানে তৌফিক নামে জৈনক এক ব্যক্তি তাকে ঢাকা থেকে ইয়াবা কিনে আনার প্রস্তাব দেয়। কিশোর শাকিব এতে সহজেই রাজি হয়ে যায়। পরবর্তীতে শাকিব ইয়াবা কিনতে পাবনা থেকে ঢাকায় আসে। গতকাল বৃহস্পতিবার রাত ৭ টার দিকে ইয়াবা কিনে সে পাবনা ফেরার পথে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লাবিবা কাউন্টারের সামনের পুলিশের চেকপোস্ট এর সামনে দিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর ও পকেট তল্লাশী চালিয়ে পাঁচটি প্যাকেটে ভর্তি ৫০০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। সে একজন ক্যারিয়ার বলে জানা গেছে। প্রাথমিক জিঙাসাবাদে সে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামী কিশোর শাকিবকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাকিবসহ আরও দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিএমপি পুলিশের এ কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com